রাজভবনের প্রথম পতাকা উত্তোলনের মুহূর্ত—কলকাতার গর্বের এক অধ্যায়।

 






রাজভবনে স্বাধীন ভারতের প্রথম পতাকা উত্তোলন
১৯৪৭ সালের ১৫ই অগষ্ট, ভারতের স্বাধীনতার প্রথম প্রহরে কলকাতার রাজভবনে প্রথমবারের মতো উত্তোলন করা হয়েছিল স্বাধীন ভারতের জাতীয় পতাকা। এ এক ঐতিহাসিক মুহূর্ত, যখন কলকাতা শহর সাক্ষী হয়ে ছিল ভারতের মুক্তির সূচনা। রাজভবন, যা একসময় ব্রিটিশদের শক্তিকেন্দ্র ছিল, সেই স্থানেই ভারতীয় পতাকা উড়লো, যা প্রতীকীভাবে কলকাতার বুকে স্বাধীনতার এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। এই দিনের স্মৃতি আজও আমাদের গর্বিত করে তোলে।